লকডাউনের নির্দেশ অমান‍্য করার জন‍্য দুই কাপড়ের দোকানদারকে গ্ৰেপ্তার

24th May 2021 11:52 am বাঁকুড়া
লকডাউনের নির্দেশ অমান‍্য করার জন‍্য দুই কাপড়ের দোকানদারকে গ্ৰেপ্তার


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) :  লকডাউন ভাঙার অভিযোগে দুই কাপড়ের দোকান দার কে গ্রেপ্তার কোরলো বাঁকুড়া সদর থানার পুলিশ । 

করোনা সংক্রমণ প্রতিরোধ করতে রাজ্য সরকার গোটা রাজ্য জুড়ে লকডাউন ঘোষণা করেছেন সেখানে নির্দেশিকা জারি করা হয়েছে দুপুর ১২ টা থেকে ৩ টা পর্যন্ত খোলা থাকবে কাপড়ের দোকান গুলি । কিন্তু সরকারি নির্দেশিকাকে উপেক্ষা করেই বাঁকুড়া শহরের মাচানতলা এলাকায় সকাল ৭ টা থেকে ১০ টা পর্যন্ত কাপড়ের দোকান খোলা হচ্ছিল । সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলার অভিযোগে সোমবার বাঁকুড়ার মাচানতলা এলাকা থেকে দুই কাপড়ের দোকানদার কে গ্রেফতার করা হল । পাশাপাশি দোকান গুলিকে বন্ধ করে দেওয়া হয় । এছাড়াও অন্যান্য দোকানদারদের সতর্ক করা হলো সকলেই যেন সরকারি নির্দেশিকা মেনে চলেন । বাঁকুড়া সদর থানার পুলিশ প্রশাসনের এই কড়া পদক্ষেপে অন্যান্য দোকানদাররা আরো বেশি সচেতন হবেন ।





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।